ইউপি সদস্যর বিরুদ্ধে কৃষকের জমি দখল ও হুমকির অভিযোগ

Image: The Daily Global Nation

নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় এক কৃষকের জমি দখলের চেষ্টা এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কামাল মিয়া নামের এক ইউপি সদস্যের বিরুদ্ধে। ভুক্তভোগী কৃষক মোহন মিয়া সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিপক্ষের লোকজন তার জমির প্রায় ২০-২৫টি লাউ গাছ কেটে ফেলেছে।

স্থানীয়রা এবং অভিযোগ সূত্রে জানা যায়, সুখারী ইউনিয়নের দেওশ্রী গ্রামের কৃষক মোহন মিয়া বহু বছর আগে সরকারি বরাদ্দে তার বাড়ির পাশে প্রায় ৬০ শতাংশ জমি গ্রহণ করেন। এই জমিটি দখল করতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছেন একই গ্রামের ইউপি সদস্য কামাল মিয়া ও তার সহযোগী শামছুল আলম সেলাই। এছাড়াও, মোহন মিয়ার পুকুরপাড়ে জুয়া ও মাদকের আসর বসানোর অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

গত মঙ্গলবার পুনরায় জমি দখলের চেষ্টা চালিয়ে প্রতিপক্ষের লোকজন পুকুরপাড়ের লাউ গাছগুলো কেটে ফেলে। এই ঘটনার প্রতিবাদ করলে মোহন মিয়াকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।

এ বিষয়ে ইউপি সদস্য কামাল মিয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি।

উপজেলা নির্বাহী অফিসার এম. সাজ্জাদুল হাসান জানিয়েছেন, অভিযোগের তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সূত্র: The Daily Global Nation