বিদ্যালয়ের গাছ কেটে জমি দখলের প্রতিবাদে শিক্ষার্থিদের বিক্ষোভ মিছিল

ছবি: ডেইলি টপনোচ

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার সুন্দর মাহমুদ ইসলামিয়া (এস.এম.আই) একাডেমি বিদ্যালয়ের জায়গার গাছ কেটে জমি দখল করার প্রতিবাদে শিক্ষার্থিরা বিক্ষোভ মিছিল করেছে। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে সান্তাহার বিদ্যালয় চত্বরসহ বিভিন্ন রাস্তা প্রদর্ক্ষিন করে এ বিক্ষোভ মিছিলটি। জানাযায়, সান্তাহারের প্রচীনতম বিদ্যাপীট সুন্দর মাহমুদ ইসলামিয়া একাডেমি বিদ্যালয়ের
মুল গেটের পাশে বিদ্যালয়ের নিজস্ব জায়গায় থাকা লক্ষাধিক টাকা মূল্যের একটি বড় আকারের আম গাছ সম্প্রতি জনৈক আকবর হোসেন নামের এক ব্যক্তি রাতের আধারে কেটে জায়গাটি
জবরদখল করে নেয়। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক উপজেলা নির্বাহি অফিসার ও থানাসহ
উর্দ্ধতন কতর্ৃপক্ষের নিকট লিখিত আবেদন করলেও কোন সুরাহা হয়নি। ফলে গতকাল রোববার
দুপুরে ওই বিদ্যালয়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থিরা গাছ কেটে জায়গা দখলের প্রতিবাদে এই বিক্ষোভ
মিছিল করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা: তহমিনা আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান,
অবিলম্বে বিদ্যালয়ের জায়গা দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।