‘এ.এইচ প্রকাশনী’র সাথে মোহাম্মদ অংকন’র নতুন বইয়ের চুক্তি

‘এ.এইচ প্রকাশনী’র সাথে মোহাম্মদ অংকন’র নতুন বইয়ের চুক্তি

পারভেজ হুসেন তালুকদার 

অমর একুশে বইমেলা ২০২৪ উপলক্ষে এ.এইচ প্রকাশনী থেকে আসছে কবি ও শিশুসাহিত্যিক মোহাম্মদ অংকন’র নতুন বই। ২৩ ডিসেম্বর ২০২৩ শনিবার লেখক-প্রকাশকের মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি সম্পাদিত হয়েছে। জানা গেছে, প্রকাশিতব্য নতুন বইটির নাম ‘গুল্টু ও ছোটাভূত’। এটি শিশুতোষ গল্পের বই।

বেশ কিছু দিন আগে লেখক মোহাম্মদ অংকন বইটির প্রচ্ছদ ফেসবুকে শেয়ার করে জানান যে বাচ্চাদের উপযোগী নতুন বই আসছে। অবশেষে জানা গেল বইটি কোন প্রকাশনা প্রতিষ্ঠান থেকে আসছে। তিনি বলেন, ‘সাহিত্যমহলে ইতোমধ্যে নতুন বইয়ের প্রচ্ছদ প্রকাশের উৎসব শুরু হয়েছে। আমিও নতুন বইয়ের খবর পাঠকের সাথে ভাগাভাগি করছি। এরইমধ্যে গতকাল এ.এইচ প্রকাশনীর সাথে ‘গুল্টু ও ছোটাভূত’ প্রকাশের ব্যাপারে চুক্তিবদ্ধ হলাম। আশা করছি, বইটি শিশুদের মনকে ছুঁয়ে যাবে।’

এ.এইচ প্রকাশনীর কর্ণধার কবি ও গীতিকার আবুল হাশেম জানান, ‘এই সময়ের তরুণ জনপ্রিয় লেখক মোহাম্মদ অংকন। এবার বইমেলায় তার বই প্রকাশ করতে পারছি, এটি আমাদের জন্য আনন্দের সংবাদ। বইটির প্রকাশনা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম ইতোমধ্যে শেষ হয়েছে। আশা করছি, মেলার প্রথম দিন থেকেই বইটি স্টলে থাকবে।’

‘গুল্টু ও ছোটাভূত’র প্রচ্ছদ করেছেন চিত্রশিল্পী শফিক মামুন। প্রতিটি গল্পের সাথে থাকছে চমৎকার অলংকরণ যেগুলো এঁকেছেন চিত্রশিল্পী প্রীতিলতা চক্রবর্তী। বইটির মলাটমূল্য ধরা হয়েছে ১৫০ টাকা। বইমেলাসহ বইটি রকমারি ডট কমে ছাড়মূল্যে পাওয়া যাবে বলে প্রকাশক আবুল হাশেম জানান।