শফিক রিয়ান: দুয়ার প্রকাশনীর সঙ্গে চুক্তিবদ্ধ

দুয়ার প্রকাশনীর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন কথাসাহিত্যিক শফিক রিয়ান

সাহিত্য সংবাদ: অমর একুশে বইমেলা-২০২৪ আসতে বেশ সময় বাকি। কিন্তু এরইমধ্যে শুরু হয়েছে লেখক-প্রকাশকের বই প্রকাশের প্রস্তুতি। একটা বই প্রকাশে লেখককে যেমন লিখতে সময় নিতে হয়, তেমনই প্রকাশককেও নানান ধাপের মধ্যদিয়ে যেতে হয়। বই প্রকাশের প্রথম আনুষ্ঠানিকতা হচ্ছে লেখক-প্রকাশ চুক্তি সম্পাদন। লেখকপাড়ায় যেন এই সময়ে চলছে তারই মহোৎসব। লেখক-প্রকাশকরা মেতে উঠেছে নতুন পাণ্ডুলিপি প্রকাশের বিষয়ে চুক্তি সম্পাদনায়। তেমনই এক তরুণ লেখক শফিক রিয়ানের সাথে গতকাল সন্ধ্যায় বাতিঘরে নতুন বই প্রকাশের চুক্তি সম্পন্ন হয়েছে। দুয়ার প্রকাশনীর সাথে চুক্তিটি হয়েছে বলে জানা গেছে।

লেখক মারফত জানা যায়, আসন্ন বইমেলা উপলক্ষ্যে দুয়ার ‘বিষাদের ছায়া’ শিরোনামে তার উপন্যাসের বই প্রকাশ করবে। এটি তার পঞ্চম বই। এর আগে এই লেখকের ‘আজ রাতে চাঁদ উঠবে না’, ‘বিধ্বস্ত নক্ষত্র’, ‘মেঘ বিষাদের দিন’ নিষিদ্ধ করে দাও সূর্যাস্ত’ নামে চারটি বই প্রকাশ হয়েছে। নতুন বই প্রকাশের বিষয়ে তিনি জানান, ‘মনের ক্ষুধা মেটাতেই মূলত লেখালেখি করি। তারই ধারাবাহিকতায় দুয়ার প্রকাশনীর সাথে নতুন বই নিয়ে চুক্তিবদ্ধ হলাম। সামাজিক বাস্তবতা, মধ্যবিত্ত জীবন, প্রেম-দ্রোহ আর বিরহের সন্নিবেশ থাকবে আমার এ উপন্যাসে। বইটির জন্য আমার পাঠকদের মেলা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আশা করি, সবাইকে পাশে পাব।’