মহাদেবপুরে কৃষি ঋণ মেলা ২০২৪ এর আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: মোঃ রমজান হোসেন

নওগাঁ, ৭ নভেম্বর ২০২৪: নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় আজ কৃষি ঋণ মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। কৃষি অফিস আয়োজিত এই মেলা উপলক্ষে উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সোহেল রানা এবং সহকারী কমিশনার (ভূমি) রিফাত আরা।

সভায় বক্তারা কৃষি ঋণ সুবিধার প্রসার এবং কৃষকদের জন্য ঋণ সহজীকরণ বিষয়ে আলোচনা করেন। কৃষকদের সুবিধার্থে বিভিন্ন ব্যাংক স্টলও সজ্জিত করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল ব্যাংকগুলোর স্টল পরিদর্শন করেন এবং ঋণ গ্রহণ প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেন। তিনি কৃষকদের ঋণ গ্রহণের বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রচারণা চালানোর আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপজেলা হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল সকল প্রতিনিধি ও অংশগ্রহণকারীদের মতামত শোনেন এবং এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও সমাধান নিয়ে আলোচনা করেন। 

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ছাত্র-ছাত্রী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। সভায় মহাদেবপুরের মডেল স্কুল মোড়ে ট্রাক অপসারণ, পোস্ট অফিস মোড় সংস্কার, শিল্প পার্ক স্থাপন, জলবদ্ধতা এবং কোয়ালিটি এডুকেশন জোড়দার করার বিষয়ে আলোচনা হয়। জেলা প্রশাসক এসব সমস্যার দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।

সভায় উপস্থত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জেলা প্রশাসক বলেন, “উন্নয়ন একটি চলমান প্রক্রিয়া, যা সকলের সম্মিলিত প্রচেষ্টায় সম্ভব।”