মহানবীকে কটূক্তির প্রতিবাদ, হলো বিক্ষোভ সমাবেশও

ছবি: সংগৃহীত

সিলেট মহানগরীতে আজ (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তির প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট জেলা ও মহানগর শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিলটি সোবহানীঘাট এলাকার শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদ্রাসা থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিক্ষোভ মিছিল থেকে বক্তারা বলেন, “ভারতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীর ফাঁসি চাই আমরা। প্রিয় নবীকে অপমান মেনে নেবো না। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে।” তারা বর্তমান সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, “ভারতের বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয় প্রতিবাদ জানাতে হবে”।

এ ধরনের বিক্ষোভ মিছিল সিলেটের ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং তারা তাদের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান প্রদর্শনের জন্য একত্রিত হয়েছেন।