আর বাফুফে নির্বাচন করবেন না কাজী সালাহউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচন করবেন না বলে ঘোষণা দিয়েছেন কাজী সালাহউদ্দিন। আজ শনিবার বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। ২০০৮ সাল থেকে বাফুফের সভাপতি পদে থাকা সাবেক এই ফুটবলার জানান, আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না।

কাজী সালাহউদ্দিন বলেন, “আমি চার মেয়াদে দায়িত্ব পালন করেছি। এই সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করি। তবে এবার আমি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।” বাফুফের নির্বাচন পেছানোর দাবি থাকলেও ফিফা তা নাকচ করেছে। ফলে নির্ধারিত তারিখেই নির্বাচন অনুষ্ঠিত হবে। কাজী সালাহউদ্দিনের এই সিদ্ধান্তে দেশের ফুটবল অঙ্গনে নতুন নেতৃত্বের আগমনের সম্ভাবনা তৈরি হয়েছে।