সারা দেশে হচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি

অনলাইন ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। আগামী ৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগীয় ও জেলাগুলোতে সফর কর্মসূচি শুরু করবে এই আন্দোলন। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার।

আবু বাকের মজুমদার জানান, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে। এই কমিটি চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে। সফর কর্মসূচির মাধ্যমে সারা দেশের ছাত্র-জনতা থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলবেন তারা।

সংবাদ সম্মেলনে সমন্বয়ক সারজিস আলম জানান, হাসিনা সরকারের পতন ও স্বাধীনতার ১ মাস উপলক্ষ্যে আহত শহিদদের স্মরণে সারাদেশে শহীদি মার্চ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি সারাদেশের প্রতিটি থানা, ইউনিয়ন, মহল্লায় পালন করা হবে।