মণিপুরের ইন্টারনেট বন্ধ, কারফিউ তিন জেলায়

ইম্ফল, ১০ সেপ্টেম্বর ২০২৪: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে সহিংসতা বৃদ্ধি পাওয়ায় তিনটি জেলায় কারফিউ জারি করা হয়েছে এবং গোটা রাজ্যে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। রাজ্য প্রশাসন জানিয়েছে, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম এবং থৌবাল জেলায় মঙ্গলবার সকাল ১১টা থেকে কারফিউ কার্যকর হয়েছে।

গত এক সপ্তাহ ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলার ঘটনা ঘটছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্য সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। ইম্ফল পশ্চিমের কাকওয়ায় মণিপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং জানিয়েছেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবর্তনের কারণে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি।”

ইন্টারনেট পরিষেবা বন্ধের ফলে রাজ্যের বাসিন্দারা বড় ধরনের অসুবিধার সম্মুখীন হচ্ছেন। তবে প্রশাসন জানিয়েছে, এই পদক্ষেপ সহিংসতা রোধে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

গত কয়েক দিনের সহিংসতায় অন্তত ১১ জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাজ্যে বিপুলসংখ্যক পুলিশ ও যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে।