দায়িত্বের ভয়ে

দায়িত্বের ভয়ে

রাসবিহারী সিংহ

এখনো দায়িত্বের ভয়ে পালাই।
ডিজিটাল মেট্রিক্সের ছোবলে,
আলস্যকে ঝেড়ে
করিনা মস্তিষ্ককে ঝালাই।
অলসতা করে নিত্য নৃত্য, আহা!
মম কালরেখা যেন স্থিতির পিছনে ভাগে,
ভাগ্য রেখা মোর শীতল পরশ খুঁজে
রঙেও বিবর্ণ ধরে, পরশ করি যাহা।

আমি ছটফট করি
সময়সীমায় হুংকার করি
ভাগ্যভেলার বৈঠাকে ধরি
ধরি ধরি করে, নাশকতা পুষি
কভু ভাবি,
মগজে জায়গা যেন মাকড়সাকে না দি
নাশকতা তবু দেয়না সাড়া তাতে
রঙিন ছবিও মলিন হয় রাতে
রাত রাত কাটে চিন্তা যুক্ত বেশে
চিন্তা মুক্ত ঘ্রাণ যেন, লাগে সুবাসি কেশে
তবু ভাবি,
চিন্তাহীন তুমি জানোয়ার
মানুষ আমি, তাই কবিতা বুনছি সেই চিন্তার
তাই শুধু মনে পড়ে,
আমিতো দায়িত্বের ভয়ে পালাই।
এখনো দায়িত্বের ভয়ে পালাই।