তাল কুড়োনোর নেশা

তাল কুড়োনোর নেশা

পিন্টু কর্মকার

ছোট্ট বেলায় তাল কুড়োনোর নেশা ছিল বেজায়
মা ঘুমোলেই তাল কুড়োতে যেতাম দুপুরবেলায়
শুধুই কী এক দুপুরবেলা? যেতাম ভোর ও রাতে
মা জানলে… রাগ দেখাতো চেঁচাতে চেঁচাতে।

বামনীর গাছের তালগুলো ঠিক্ ছিল বিরাট
মাড়োয়ারির হলুদ তাল তো বেশি পেতো হাট
তালের গাছগুলো আর নেই , নেই সেই জীবন
স্মৃতির ভীড়ে কখনও ভারাক্রান্ত হয় এ মন।

কসবা, তপন, দক্ষিণ দিনাজপুর, পশ্চিমবঙ্গ।