ঢালপত্র পদক পেলেন ছড়াকার দেলোয়ার হোসেন দিলু

ছড়াসাহিত্যে বিশেষ অবদানের জন্য ঢালপত্র পদক ২০২২-২৩ এর জন্য নির্বাচিত হয়েছেন ছড়াকার দেলোয়ার হোসেন দিলু।

দেলোয়ার হোসেন দিলু একজন জনপ্রিয় ছড়াকার ও শিশুসাহিত্যিক। তিনি সাহিত্যের ছোটকাগজ পিঁপড়ার সম্পাদক মন্ডলীর সভাপতি। তিনি ১৯৭০ সালের ৫ মার্চ সুনামগঞ্জের দিরাইয়ে জন্মগ্রহণ করেন।

ছন্দবাজ, মেঘের দেশে পরীর বাড়ি ইত্যাদি আলোচিত বইয়ের এই লেখকের অর্জনের ঝুলিতে রয়েছে কেমুসাস সাহিত্য পুরস্কার সহ আরো অনেক পুরস্কার ও সম্মাননা।