খায়রুল আলম রাজু-র জোড়া চাবির রহস‍্য 

সাহিত‍্য ডেস্ক: বাজারে আসছে চুরি হওয়া জুলে রিমে শিরোপা নিয়ে লেখা বাংলা ভাষার প্রথম কিশোর গোয়েন্দা উপন্যাস জোড়া চাবির রহস‍্য।ছড়াকার ও শিশুসাহিত‍্যিক খায়রুল আলম রাজু রচিত উপন‍্যাসটি প্রকাশ করতে চলেছে সিলেটের জনপ্রিয় প্রকাশনা প্রতিষ্ঠান পাপড়ি।

 

খায়রুল আলম রাজুর জন্ম ৪ জুলাই ২০০০ সালে। দৈনিক জাতীয় পত্রিকা আর ম্যাগাজিনে ছোটোদের জন্য ছড়া-কবিতা আর গল্প লিখেন। পড়াশোনা করছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিনে মার্কেটিং বিভাগে।  লেখালেখি তার নেশা। পাশাপাশি নির্বাহী সম্পাদক পদে কাজ করছেন ছোটোদের পত্রিকা শিশুটামিতে। জন্ম বৃহত্তর সিলেটের বানিয়াচং গ্রামে। জেলা হবিগঞ্জ।